Chattogram is a renowned city with its age-old tradition & customs. With the passage of time, the city is expanding and the demand of its people is increasing as well. A benevolent & educationist personally of this town Mr. M.A.Majumder feels the urge to do something to meet up the demand of its people in the education sector. Then he shares his feelings with two other educationists & humane persons, Mr. Mahabub Alam Chy & Mr. Saiful Islam in early 2017. All these three persons were unanimous in their plan to establish a well-planned educational institution with all modern amenities. To materialize their dream, in the middle of 2017, the three of them met the then Principal of Chattogram Cantonment Public College and the Best Principal of Chattogram Division for consecutive 2 years by the Republic Of Bangladesh Colonel Abu Naser Md. Toha, BSP, SGP, afwc, psc, (Retd.). Meanwhile, they requested him to take the responsibility as the Principal of the proposed institution after his retirement. Colonel Abu Naser Md. Toha graciously agreed to the proposal with the aim of constructing an ideal educational institution with adequate playground having the objective “Committed to Fostering Good Human Beings”. Consequently by the grace of Almighty Allah Mr. Shahed Iqbal Babu, the then Councilor of Jalalabad Ward agreed to make a deal to rent 120 acres of his mother’s property to the proposed institution. In the meantime, out of personal interest 15 more educationist members joined the group, then with a total of 20 founder directors Leaders’ School & College Chattogram has started moving towards its goal. Starting from 5th October 2017, the establishment of this organization was built in a span of only 3 months. And in this context, at one end of the Chattogram city, in a completely secluded environment of nature, LSCC started its academic activities on the very 1st January in 2018 and is gradually moving towards its goal as Leaders’ Family. To run the institution smoothly, Ms. Farhana Afroz was appointed as an experienced Vice Principal. At the same time subject wise 18 more young and qualified teachers were appointed. Among them, Md. Sayyedul Alam joined on 1st November 2017 as the first male teacher & he has been working as an academic Co-ordinator and as the first female teacher Ms. Nasrin Sultana joined on 28th November,2017 in LSCC family. On 1st April, 2018, Colonel Abu Naser Md. Toha, retired from his previous institution and joined as the Principal in this institution. Though he joined on that day, from the beginning at every steps of LSCC including construction activities has been done under his kind supervision. In 2018, a total of 16 classes were being conducted with two versions both Bangla and English in National Curriculum in each class including Play, Nursery, KG, One, Two, Three, Four & Six. On 22nd January of that year AJM Nasir Uddin, the then Mayor of Chattogram City officially inaugurated the institution. From the 1st January, 2019, a total of 8 more classes including class Five, Seven, Eight & Nine with both versions were started and the college section will be introduced in phases very soon.
চট্টগ্রাম তার শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও প্রথার জন্য প্রসিদ্ধ। কালের অগ্রযাত্রার সাথে সমান্তরালভাবে এ নগরী প্রসারিত হচ্ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে এ জনপদের অধিবাসীদের প্রত্যাশা। শিক্ষাক্ষেত্রে এ প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রখ্যাত শিক্ষানুরাগি জনাব এম. এ. মজুমদার প্রবল আত্মপ্রত্যয় অনুভব করেন। ২০১৭ সালের প্রারম্ভে এ অনুভূতি তিনি ব্যক্ত করেন অপর দুই শিক্ষানুরাগি ও মানবতাবোধ সম্পন্ন ব্যক্তি জনাব মাহবুব আলম চৌধুরী ও জনাব সাইফুল ইসলামের নিকট। তাঁদের স্বপ্নকে বাস্তবতার আয়নায় প্রতিফলিত করতে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের তৎকালীন অধ্যক্ষ এবং বিভাগীয় পর্যায়ে পরপর দুবার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাবে ভূষিত জনাব কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা বি এস পি, এস জিস পি, এ এফ ডব্লিউ সি, পি এস সি (অব.) স্যারের নিকট তারা নির্মিতব্য প্রতিষ্ঠানের অধ্যক্ষের আসনে যথার্থ মর্যাদায় আসীন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ‘ভালো মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়’ শীর্ষক লক্ষ্যকে সামনে রেখে কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা স্যার প্রসন্ন চিত্তে উন্মুক্ত মাঠ সংলগ্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান বিনির্মাণে পূর্ণ মনোনিবেশ করেন। আল্লাহর অশেষ রহমতে জালালাবাদ ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর এ প্রতিষ্ঠান গড়ার মহৎ উদ্দেশ্যে তাঁর মায়ের ভূসম্পত্তি ভাড়ার বিনিময়ে প্রদান করতে ঐক্যমত্যে পৌছান। ইতোমধ্যে আরো ১৫ জন শিক্ষানুরাগি এ স্বপ্ন পথের যাত্রায় শরিক হতে ইচ্ছা পোষণ করেন। অতঃপর, এই ২০ জন প্রতিষ্ঠাতা পরিচালকের হাত ধরে শুরু হয় ‘লিডার্স স্কুল এন্ড কালেজ চট্টগ্রাম’র অভিযাত্রা। ২০১৭ সালের ৫ অক্টোবরে শুরু হওয়া এক কার্যক্রম কেবল ৩ মাসের মধ্যেই প্রতিষ্ঠানকে একটি অবয়ব দিতে সক্ষম হয়। লিডার্স ফ্যামিলি বিনির্মাণের লক্ষ্যে এল. এস. সি. সি’র প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিলো ১ জানুয়ারি ২০১৮ সালে। জনাব ফারহানা আফরোজ, এ প্রতিষ্ঠানের প্রথম উপাধ্যক্ষ, যার অভিষ্ট লক্ষ্য ছিলো এ প্রতিষ্ঠানের উন্নতিকে তরান্বিত করা। শিক্ষা কার্যক্রমকে সুনিপূণভাবে পরিচালিত করার জন্য স্ব স্ব বিষয়জ্ঞানে পূর্ণ আরো ১৮ জন শিক্ষকের নিয়োগ হয়েছিলো। তাদের মধ্যে ১ জানুয়ারি জনাব মোহাম্মদ সাইয়েদুল আলম ১ম শিক্ষক ও একাডেমিক কোয়র্ডিনেটর এবং জনাব নাসরিন মুলতানা প্রথম শিক্ষিকা হিসেবে লিডার্স পরিবারে অন্তর্ভূক্ত হন। ২০১৮ সালের জানুয়ারি মাসে জাতীয় শিক্ষাক্রমের অধিভূক্ত ইংরেজি ও বাংলা ভার্সন মিলিয়ে মোট ১৬টি শ্রেনি: প্লে, নার্সারি, কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির কার্যক্রম শুরু হয়। সেবছরের ২২ জানুয়ারি তৎকালীন সিটি কপোর্রেশন মেয়র জনাব আ.জ.ম. নাসির উদ্দীন এর উপস্থিতিতে এ প্রতিষ্ঠানের যাত্রা আনুষ্ঠানিকভাবে সূচনা লাভ করে। কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা স্যার তার প্রাক্তন প্রতিষ্ঠান থেকে অবসর নেয়ার অব্যবহিত পরে ১ এপ্রিল ২০১৮ সালে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের আসন অলঙ্কৃত করেন। ১ জানুয়ারি ২০১৯ এ উভয় ভার্সনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি মিলিয়ে আরো ৮টি শ্রেণি অন্তভূর্ক্তি লাভ করে, এবং শীঘ্রই কলেজ শাখাও আত্মপ্রকাশ লাভ করবে ইনশা আল্লাহ।