For the purpose of effective communication in all fields like modern workplace and higher education, this club is formed for the purpose of equipping the student by acquiring basic English language skills. One of the main objectives of the club is to prepare the students for the English Olympiad.
আধুনিক কর্মক্ষেত্র, উচ্চশিক্ষাসহ সকল ক্ষেত্রে কার্যকর যোগাযোগের প্রয়োজনে ইংরেজি ভাষার মৌলিক দক্ষতাসমূহ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত হয়েছে এই ক্লাবটি। পাশাপাশি ইংলিশ অলিম্পিয়াডের জন্য বাছাইকৃত শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলাও এই ক্লাবের একটি মুখ্য উদ্দেশ্য।