LSCC took initiative to establish a school Library from the beginning of its journey on 1st January,2018 under the supervision of The Honorable Principal, Colonel Abu Naser Md.Toha. Now, we have an enriched library which is housed at the 1st floor of the new school building. It is a spacious room which can accommodate over 40 students together. It is well constructed and tastefully designed with the wall paper depicting our Language Movement of 1952 and our War of Independence of 1971 at a glance.
গ্রন্থাগার
লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের মাননীয় অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোঃ তোহা, বিএসপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এর তত্বাবধানে ১লা জানুয়ারী ২০১৮ যাত্রার শুরু থেকেই একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। নতুন বিদ্যালয়/স্কুল ভবনের প্রথম তলায় এখন আমাদের একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এই প্রশস্ত কক্ষে একত্রে ৪০ জন শিক্ষার্থী বসে বই পড়তে পারে। এর দেওয়াল আমাদের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত পোস্টার দ্বারা অত্যান্ত রুচিসম্মত ভাবে সাজানো রয়েছে। যাতে শিক্ষার্থীরা এক নজরে আমাদের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে পারে।