This club has been formed with the aim of strengthening and consolidating the standard Bengali language skills of the students in order to maintain effective communication in all fields and to develop the student’s aptitude for enjoying and revealing the inherent aesthetic beauty, discipline and friendship of Bengali literature.
সকল ক্ষেত্রে কার্যকর যোগাযোগ রক্ষায় শিক্ষার্থীর প্রমিত বাংলা ভাষার দক্ষতা সুদৃঢ় ও সুসংহত করা এবং বাংলা সাহিত্যের অন্তর্নিহিত নান্দনিক সৌন্দর্য, শৃঙ্খলা এবং সখ্য উপভোগ ও উদঘাটনে শিক্ষার্থীর যোগ্যতা বিকশিত করার লক্ষ্যে এই ক্লাবটি গঠন করা হয়েছে।