Science Laboratory is very important for Science education. Accordingly, LSCC is decorated with sophisticated laboratory. Our school laboratory is located in the 1st floor of the high school building. Our laboratory is equipped with the most modern, standard and sophisticated equipment. The lab is quite spacious to accommodate 40 students at a time. Currently we are taking all lab classes i.e.- Physics, Chemistry and Biology in a single room but divided into different sections. But in the future, Science Laboratory will be set up separately for three subjects.
বিজ্ঞান গবেষণাগার
বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞান গবেষণাগার খুবই গুরুত্বপূর্ণ, সেই অনুসারে লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম একটি অত্যাধুনিক গবেষণার দ্বারা সুসজ্জিত। আমাদের স্কুলের বিজ্ঞান গবেষণাগারটি এফ ব্লক ভবনের ২য় তলায় অবস্থিত। আমাদের পরীক্ষাগারটি সবচেয়ে আধুনিক, মানসম্মত এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। এই প্রশস্ত ল্যাবে একই সাথে ৪০ জন শিক্ষার্থী ক্লাস করতে পারে। বর্তমানে একই কক্ষের ভিন্ন ভিন্ন অংশে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাস সম্পাদন হচ্ছে। কিন্তু পরবর্তীতে ৩টি বিষয়ের জন্য সুসজ্জিত বিজ্ঞান গবেষণাগার স্থাপন করা হবে।