The club is designed to make students interested in information and communication technology and to make them fit for the future world by laying the foundations of programming and robotics. One of the main objectives of the club is to prepare selected students for robotics and programming competitions.
শিক্ষার্থীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং প্রোগামিং ও রোবোটিক্স এর ভিত্তি রচনার মাধ্যমে তাকে ভবিষ্যত পৃথিবীর জন্য যোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত হয়েছে এই ক্লাবটি। বাছাইকৃত শিক্ষার্থীদের রোবোটিক্স এবং প্রোগামিং প্রতিযোগিতার জন্য তৈরি করাও এ ক্লাবের মূল উদ্দেশ্যগুলোর একটি।