The organization has three tools for achieving the goal and the objectives – education, discipline and morality. Education is achievable in two ways – academically and through co-curricular activities. As part of the co-curricular activities, club activities have been introduced with the aim of fostering good human beings as well as creating efficient, rational and creative citizens with humane, social and moral qualities.
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অর্জনের জন্য এই প্রতিষ্ঠানে রয়েছে তিনটি হাতিয়ার- শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা। শিক্ষা দুভাবে অর্জনযোগ্য- প্রাতিষ্ঠানিকভাবে ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে তৈরি করার পাশাপাশি তাদেরকে মানবিক, সামাজিক ও নৈতিক গুণসম্পন্ন দক্ষ, যুক্তিবাদী ও সৃজনশীল নাগরিক হিসেবে তৈরি করার লক্ষ্যে গঠন করা হয়েছে বিভিন্ন ক্লাব।