অবকাঠামো
শ্রেণিকক্ষ: অত্যন্ত মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানে ২৬টি সুসজ্জিত শ্রেণিকক্ষ বিদ্যমান।
মিলনায়তন: ২০০ আসন ও আধুনিক সুবিধা সংবলিত মিলনায়তনটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও সুপরিসর।
খেলার মাঠ: খেলাধূলার বিবিধ সুবিধা ও সুপ্রসস্ততা এই বিদ্যালয়ের খেলার মাঠকে দিয়েছে নান্দনিকতার ছোঁয়া।
সুপেয় পানির ব্যবস্থা: এখানে রয়েছে চারটি বৈদ্যুতিক পানি শোধনযন্ত্র, যেগুলো দেয় প্রতিনিয়ত বিশুদ্ধ পানির নিশ্চয়তা।
শিক্ষক-মিলনায়তন: ৪৩ জন শিক্ষক-শিক্ষিকার জন্য রয়েছে ৩টি সুপরিসর শিক্ষক-মিলনায়তন।
অফিস কক্ষ: অভিবাবক ও অতিথিদের অভ্যর্থনা জানানো এবং দাপ্তরিক কাজ সুচারুরূপে সম্পাদন করার জন্য রয়েছে সুসজ্জিত অফিস কক্ষ।
গ্রন্থাগার: ৪০০০ বই বিশিষ্ট গ্রন্থাগার এ বিদ্যালয়কে আলোকিত করে রেখেছে।
বিজ্ঞানাগার: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জামে সজ্জিত বিজ্ঞানাগার।
কম্পিউটার ল্যাব: শিক্ষার্থীদের আধুনিক জগতের সাথে পরিচয় করিয়ে দেয়ার মানসে এল. এস. সি. সি’র এ আয়োজনে রয়েছে ইন্টারনেট সংযোগ সহ ১৪টি কম্পিউটার বিশিষ্ট কম্পিউটার ল্যাব।
অভিভাবক অপেক্ষাগার: অভিভাবকবৃন্দের জন্য এখানে রয়েছে ৫০ আসন বিশিষ্ট একটি অপেক্ষাগার।
শিক্ষার্থী-মিলনায়তন: শিক্ষার্থীদের অবসর সময়ে বিনোদনমূলক খেলাধূলার (ক্যারম, লুডু, দাবা ও টেবিল টেনিস) জন্য রয়েছে সুপ্রসস্ত শিক্ষার্থী-মিলনায়তন।
পার্কিং: প্রাতিষ্ঠানিক এবং অভিভাবকবৃন্দের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য সুবিশাল পার্কিং ব্যবস্থা রয়েছে।
ক্যান্টিন: শিক্ষার্থী ও শিক্ষকগণের স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব ক্যান্টিন।
শিশুদের খেলার জায়গা: শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সংবলিত খেলার স্থান, যাতে রয়েছে সী-স, স্লাইড, দোলনা ইত্যাদি।
চিড়িয়াখানা: এ প্রতিষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে একটি ছোট্ট চিড়িয়াখানা।
বাগান: বিদ্যালয়ের শোভা বর্ধন করে রেখেছে বর্ণিল ফুলে সমৃদ্ধ একটি বাগান।