Leaders’ School and College Chattogram is an exceptional educational institution in Chattogram, a pilgrimage site of unique natural beauty. It has already played a unique role in the development of human resources through the expansion of education in Bangladesh. Under the leadership of Colonel Abu Naser Md. Toha (BSP, SGP, afwc, psc) (Retd), a renowned craftsman and with the Slogan of “We will never do any harm to anyone and do at least one good deed a day. We will be good human beings”, the institution has been able to make its mark in Chattogram. Based on the principles of the trio ideology of “Education, Discipline, Morality”, the students of this institution and the institution will demonstrate discipline, improved character traits, mental fortitude and admirable behaviour in future life. They will strive to build themselves as ideal and conscientious good citizens and will be able to fulfil the golden dreams of the country and the nation.
লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের তীর্থস্থান। এটি ইতোমধ্যে বাংলাদেশে শিক্ষা প্রসারের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রখ্যাত কারিগর কর্নেল আবু নাসের মোঃ তোহা, বিএসপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এর নেতৃত্বে ‘আমরা কখনোই কারো কোন ক্ষতি করব না এবং দিনে অন্তত একটি হলেও ভালো কাজ করবো, আমরা ভালো মানুষ হবো’ এই শ্লোগান নিয়ে চট্টগ্রামে তার চিহ্ন রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। ‘শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা’ ত্রয়ী আদর্শের নীতির উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শৃঙ্খলা প্রদর্শন করে মানসিক দৃঢ়তা এবং ভবিষ্যৎ জীবনে প্রশংসনীয় আচরণ করবে। তারা নিজেদের আদর্শ ও বিবেকবান নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে এবং দেশ ও জাতির সোনালি স্বপ্ন পূরণ কতে সক্ষম হবে।
ব্রিগেডিয়ার জেনারেল ডা: মোহাম্মদ আলী চৌধুরী